Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

কাপাসিয়া, গাজীপুর

সাম্প্রিতক কর্মকান্ড

১। ভিজিডিঃ ২০১৯-২০২০ চক্রের ২২৬৬ জন ভাতাভোগীকে প্রতি মাসে ৩০ কেজি হারে পুষ্টি চাল বিতরণ করা হয়। জানুয়ারি ২০১৯ হতে ডিসেম্বর ২০১৯পর্যমত্ম ২৪ মাস ব্যাপী উপকারভোগী মহিলাগণ এই সহায়তা পাবেন।

 

২। দরিদ্র মার জন্য মাতৃত্বকাল ভাতাঃ  ২০১৮-২০১৯ অর্থ বছরের অত্র উপজেলায় প্রতি ইউনিয়নে ১৭২ জন হারে ১১ টি ইউনিয়নে সর্বমোট ১৮৯২ জন দরিদ্র অসহায় মা মাসে ৮০০/- টাকা হারে এই ভাতার অর্থ নিজস্ব ব্যাংক হিসাবের মাধ্যমে বিতরণ করা হয়।একজন ভাতাভোগী ৩৬ মাস এই ভাতার অর্থ ৩৬ মাস পর্যমত্ম পাবেন।দরিদ্র অসহায় ১ম অথবা ২য় গভাবর্তী মা স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে এই কর্মসূচিতে অমত্মর্ভূক্ত হয়।

 

৩। উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্প : গ্রামের স্বল্প শিক্ষিত বেকার নারীদের ০২টি ট্রেডে (১) বিউটিফিকেশ ও (২) বস্নক বাটিক ট্রেডে ৩ মাস মেয়াদী ৪০ জন মহিলাকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।  প্রশিক্ষণশেষে সাটিফিকেট ও যাতায়াত ভাতা বাবদ ৬০০০/- টাকা সম্মানী ভাতা প্রদান করা হয়। বর্তমানে ৫ম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম চলছে।

 

৪। মহিলাদের আত্নকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণঃ প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ মহিলাদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য ৫০০০/- হতে সর্বোচ্চ ১৫০০০/- টাকা বিতরণ করা হয়। বর্তমানে ঋণ বাবদ অত্র উপজেলায় ১৭৬ জন মহিলার মধ্যে  ১৭,১৫,০০০/- টাকা ঘূর্ণায়মান হিসেবে বিতরণ করা হয়েছে।

 

৫। কিশোর-কিশোরী ক্লাব স্থাপনঃ মহিলা বিষয় অধিদপ্তর প্রতিটি ইউনিয়নে 01টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 01টি করে “কিশোর-কিশোরী ক্লাব ”স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ক্লাবের উদ্দেশ্য হলো সমাজের বিভিন্ন স্তরের প্রান্তিক কিশোর-কিশোরীদের জেন্ডার বেইজড ভায়োলেন্স প্রতিরোধে সক্ষম করা, সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড রাইটস (SRHR) বিষয়ে সচেতনা বৃদ্ধি এবং নারীদের আয়বর্ধক বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আত্ননির্ভরশীল ও দক্ষ মানব সম্পদে রুপান্তর করা । ক্লাব পরিচালনার জন্য প্রত্যেকটি ক্লাবে 10 থেকে 18 বছর বয়সের 20(বিশ) জন কিশোরী এবং 10(দশ) জন কিশোর সর্বমোট 30 জন ক্লাব সদস্য নামের তালিকা অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে । তালিকা অনুমোদন পাওয়া মাত্রই ক্লাবের কাযক্রম গ্রহণ করা হবে।